গত ২৪ ঘণ্টায় বিশ্বেব্যাপী আরও ৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ফলে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজারের মতো। আর আক্রান্ত ১ কোটি সাড়ে ১৫ লাখ মানুষ। চারদিন পর রোববার, দৈনিক সংক্রমণ দু’লাখ থেকে নেমে এসেছে পৌনে দু’লাখে।
এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৫ শতাধিক মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ৬৫ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ।
বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি ৩১ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। আক্রান্ত আড়াই লাখের বেশি। রেকর্ড ২৫ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় রাশিয়াকে টপকে সংক্রমণে তৃতীয় শীর্ষ এখন ভারত। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার মৃত্যু রেকর্ড করেছে দেশটি।
প্রায় এক সপ্তাহ পর মৃত্যু ২শ’তে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ সাড়ে ৩২ হাজার মৃত্যু রেকর্ড হয়েছে। আক্রান্ত ৩০ লাখ মানুষ। যুক্তরাজ্যসহ ইউরোপের প্রায় সব দেশে প্রাণহানি নেমে এসেছে শূণ্যের কাছাকাছিতে।