চীন ও জাপানসহ রবিবার ১৫ টি দেশ এক বিস্তৃত এশীয় বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এ অঞ্চলে চীনের প্রভাব বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ অর্থনীতি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং আসিয়ানভুক্ত ১০টি দেশ আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি) চুক্তিতে স্বাক্ষর করেছে।
আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে, ব্রুনেই দারুসসালাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি, বিশ্বের জিডিপি’র ৩০ শতাংশ আরসিইপি দেশগুলো নিয়ন্ত্রন করে। আসিয়ানের অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ভারত বাদে সকলেই বিশ্বের বৃহৎ এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে।