রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্ব বাজারে কমছে স্বর্ণের দাম

প্রকাশঃ

বিশ্ববাজারে স্বর্ণের দাম উত্থানের পর এবার কমতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে আগের দিনের চেয়ে মঙ্গলবার (১১ আগস্ট) স্বর্ণের দাম কমেছে ২৫ ডলার। রূপার দামেও দেখা ‍দিয়েছে নিম্নগতি।

গোল্ড প্রাইসের পরিসংখ্যানে দেখা যায়, ৭ আগস্ট নিউইয়র্ক সময় সকাল ৯টার আগে বাজারে পড়তে শুরু করে স্বর্ণের দাম। ওই সময় প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। দিন শেষে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স স্বর্ণের দাম। এরপরে অবশ্য উর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার।

৮ আগস্ট দিনও শেষ হয় ২ হাজার ৩৫ ডলারেই। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে মূল্যবান এই ধাতুর দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে। এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয়। ১০ আগস্ট কিছু সময় দাম বৃদ্ধি পেলেও এক পর্যায়ে দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।

মঙ্গলবার (১১ আগস্ট) এই ধাতুটি লেনদেন হচ্ছে মোটামুটি ২ হাজার ৪ ডলার থেকে ২ হাজার ২৭ ডলারের মধ্যে। ১ হাজার ৯৯০ ডলারেও হাত বদল হয়েছে স্বর্ণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ