রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল ১০০ ডলারের উপরে

প্রকাশঃ

ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের ষোষণার পর বিশ্ব বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের তেলের দাম বাড়ল ১০০ ডলারের উপরে যা ২০১৪ সালের পর এই প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়িয়েছে।
হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ারবাজারে ২ থেকে ৩ শতাংশ পতন হয়েছে।

বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এ ছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে।

ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন সরগরম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে। আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও।

আরও পড়ুন : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ চাঙ্গা

এদিকে পুতিনের হামলার ঘোষণা আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক শাসন জারির ঘোষণা দেওয়ার জন্য। এ নিয়ে জরুরি সভায় বসবে কাউন্সিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ