মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বুধবার দেশের সব ব্যাংক খোলা থাকবে

প্রকাশঃ

বুধবার (১২ মে) দেশের সব ব্যাংক খোলা থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন হবে। আগামী বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুরু হবে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তবে এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন দেবে না বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ২৯ রমজান থেকে সরকারি ছুটি শুরু হয়। কাল বুধবার ২৯ রমজান। তবে এবার ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য ঈদের ছুটি সংক্ষিপ্ত করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কাল অফিস ও ব্যাংক খোলা থাকছে।

এদিকে ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

এদিকে ঈদের কারণে ব্যাংকগুলোতে লেনদেনের চাপ বাড়লেও আজ তেমন ভিড় ছিল না। কারণ, ইতিমধ্যে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আবার অনেকে যাওয়ার অপেক্ষায়। তবে শপিং মলগুলোতে বেশ ভিড় দেখা গেছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ