রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ উদ্বোধন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড

প্রকাশঃ

“আসুন বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি।” -এই স্লোগানকে সামনে রেখে গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। কেরাণীগঞ্জ শাখার উদ্যোগে ২৩ জুলাই, ২০১৯ মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্জ কে এম ইলিয়াছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জহুরুল হক, ভাইস প্রেসিডেন্ট ও কেরাণীগঞ্জ শাখা ব্যবস্থাপক সি জি এম আসাদুজ্জামান, সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ কে এম তুষার।

উল্লেখ্য, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মাসব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৯’ গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার আওতায় সারা দেশে প্রায় ৬ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যাংকের শাখা সমূহের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাাপাশি গ্রাহকবৃন্দের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ