সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ বন্ধ

প্রকাশঃ

বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ বন্ধ ঘোষনা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা দেরিতে শুরু হয়। বৃষ্টি কারনে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। তবে আবার বাগড়া দিয়েছে বৃষ্টি চলে আসায় আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন।

খেলা শুরু হলে ৬ ওভার ২ বল পর বৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের মতো চলে খেলা। যেখানে আগের রানের সঙ্গে আরও ২৭ রান যোগ করে সফরকারীরা।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও (রোববার)। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে। দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।

আরও পড়ুন : ঢাকা টেস্টের দলে ডাক পেলেন নাইম শেখ, আছেন সাকিব-তাসকিনও

সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। খেলা শুরু হওয়ার আধাঘণ্টা পর আবার শুরু হয়েছে বৃষ্টি। পিচ ঢাকা পড়েছে কাভারের নিচে।

২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্কোর বোর্ডে তোলে আরও ২৭ রান। এদিন অবশ্য কোনো উইকেট হারায়নি তারা। বর্তমানে সফরকারী সংগ্রাম ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ