শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারেও লেনদেনের সময় বাড়বে ১ ঘন্টা

প্রকাশঃ

দেশের শেয়ারবাজারেও লেনদেনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর আগামী রোববার ব্যাংক বন্ধের কারণে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংকের লেনদেনের সময় কমে যাওয়ায় গত সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন হচ্ছে তিন ঘণ্টা। সকাল ১০টায় শুরু হয়ে একটানা এ লেনদেন চলছে বেলা ১টা পর্যন্ত। আগামী বৃহস্পতিবার থেকে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ছে।

বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘আজকে সম্ভব না হলেও কালকের মধ্যে এ–সংক্রান্ত আদেশ জারি করা হবে। যেহেতু ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হচ্ছে, আমরাও তার সঙ্গে সমন্বয় করে লেনদেনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ