সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশঃ

বেতনের দাবিতে রাজধানীর বাড্ডা লিংক রোড়ের সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আজ (শনিবার) দুপুরে বেতনের দাবিতে স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের প্রায় ৮০০ শ্রমিক বাড্ডা লিংক রোড়ের মধ্যে বাড্ডার রাস্তায় নেমে ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ না করে প্রতিনিয়ত গড়িমসি করেন মালিক পক্ষ। তাই তারা বাধ্য হয়ে আজ সড়কে নেমে অবরোধ করেন। এদিকে আজ বেতন দেয়ার কথা থাকলেও গার্মেন্টস মালিকপক্ষের কেউ আসেননি।

অবরোধের বিষয়ে গার্মেন্টস কর্মীরা বলছেন, চলতি বছরের মার্চ মাসের বেতন দিতে মালিকেরা গড়িমসি করছেন। শুধু তাই নয় প্রায় ৫ বছর ধরে মালিকেরা প্রতি মাসে নিয়মিত বেতন দিতে গড়িমসি করে আসছেন। আজ নয় কাল এভাবে দিনের পর দিন ঘুরাচ্ছেন।

সুফিয়া নামে এক গার্মেন্টসকর্মী বলেন, আমরা পেটের দায়ে গার্মেন্টসে চাকরি করি। বেতন নির্ধারিত সময়ে পাই না। আজ মাসের ২০ তারিখ। বাড়ি ভাড়া এখনও দেইনি। মালিকপক্ষ এখনও আমাদের বেতন দেয়নি। খাওয়ার খরচ নেই। ধার করে চলছি। আর পারছি না। তাই আজ বাধ্য হয়ে বেতনের দাবিতে সড়কে নেমেছি।

বাড্ডা থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্টার গার্মেন্টসের প্রায় ৮০০ কর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। আজ দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। আমরা তাদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

‘প্রতি মাসে বেতন পাওয়া শ্রমিকের ন্যায্য অধিকার। মালিক তাদের বেতন না দিয়ে ঠিক করছেন না। আমরা মালিকের সঙ্গে বেতনের বিষয়ে কথা বলেছি। মালিক আমাদের নিয়ে শ্রমিকদের সঙ্গে বসবেন।

SASInstitute A00-212 PDF : SAS Advanced Programming Exam for SAS 9

Bitter I have not afraid, I was afraid of leaving piercing uncomfortable.If I knew I would never go back again, I would immediately jumped from the car to run out of reconnaissance company even holding his own bed iron frame never again. I ll hold back the smile, or pretend SASInstitute A00-212 PDF to understand How long have you been Beauty of you You are furious and said, I am idle at home, out to buy root ice cream I would like to laugh, A00-212 PDF at home Can not in the refrigerator Say there is a hot home air conditioned you out, faulty ah SASInstitute A00-212 PDF But of course I did not say that it was meaningless to say it. SAS Institute Systems Certification A00-212 The Commander of the former Soviet airborne force and one of the lieutenants personally commanded. I followed her left and turn left and walked to their quarters.There was a female soldier in the dorm, who looked at us in a mirror and looked at us A00-212 PDF first, then surprised SASInstitute A00-212 PDF and said nothing about himself. My 18th birthday at that time has not SASInstitute A00-212 PDF been, never seen any bigger world.Chen rowed his teeth I ll be fine. Judges are the ministries of military ministries and SAS Advanced Programming Exam for SAS 9 his staff officers, the military commander in chief personally sit on the watch, so Major General also came a lot.

Her heart has always SASInstitute A00-212 PDF had such a desire there can be one person who loves her, and regards her as a pearl, cares and cares, SASInstitute A00-212 PDF and moves in A00-212 PDF all kinds. At the end of the spring, there was a chill, and the leaves chilled. Axiang and the man immediately calm down, both of them are awkward, and Axiang s hand squats, raises her SAS Advanced Programming Exam for SAS 9 SAS Institute Systems Certification A00-212 head and takes a dry SASInstitute A00-212 PDF red, only SASInstitute A00-212 PDF feels that the wine is A00-212 PDF going straight up, her eyes drifting into the distance

don t let it The cost of SAS Institute Systems Certification A00-212 doing this hair is certainly A00-212 PDF not low, but it is still willing. At any SASInstitute A00-212 PDF meeting place in this capital city, you can meet the SAS Advanced Programming Exam for SAS 9 A00-212 PDF official, and SASInstitute A00-212 PDF you can t move to the division, bureau, and division.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ