সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বেপজা ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত

প্রকাশঃ

রাজধানীর ধানমন্ডির গ্রিন রোডে অবস্থিত বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) ভবন থেকে পড়ে গিয়ে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম ওমর ফারুক তানিম (৪৫)। তিনি বেপজার আইটি কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা নাকি কেউ তাকে ফেলে দিয়ে হত্যা করেছে, তা তদন্ত করছে পুলিশ।

বেপজা ভবনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি কখন ঘটেছে তা তারা কেউই দেখেননি। তবে বড় ধরনের একটি শব্দ পেয়ে তারা ছুটে গিয়ে দেখতে পান যে ভবনে প্রবেশের দরজার সামনে ফুটপাতের ওপর থ্যাঁতলানো অবস্থায় ওই কর্মকর্তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহত ব্যক্তির ছোট ভাই নাজমুস শাকিল ঘটনাস্থলে এসে তার ভাইয়ের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি।

ধানমন্ডি থানার ওসি বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তি সকাল সাড়ে ৮ টার দিকে অফিসে আসেন। সকাল ৯ টার দিকে ১৪ তলা ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়েন। পুরো ভবনটি কাঁচ দিয়ে ঘেরা। বাতাস আসা যাওয়ার জন্য প্রতিটি ফ্লোরে ২/৩ টি কাঁচ খোলার ব্যবস্থা রয়েছে। ৮ তলার খোলা কাঁচের জানালা দিয়ে তিনি লাফিয়ে পড়েছেন বলে আমরা ধারণা করছি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ