মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংকিং চ্যানেলেই বেশি অর্থ পাচার

প্রকাশঃ

দেশের সিংহভাগ অর্থ পাচার হয়ে থাকে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে। দুদকের তৎপরতায় একক সেক্টর হিসেবে সর্বোচ্চ মামলা ও গ্রেপ্তার হয়েছে ব্যাংকিং সেক্টরে। উদ্ধার হয়েছে কয়েক হাজার কোটি টাকা। মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থপাচার প্রতিরোধে দুদকের পাশাপাশি একাধিক সংস্থা কাজ করলেও ব্যর্থতার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিকে আঙুল তোলা হয়।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের কৌশলপত্র-২০১৯-এর ওপর এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন। সভায় সুধীসমাজের প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিদ্যমান দুর্নীতির কথা উল্লেখ করে এবং তা দমনে নিজেদের মতামত তুলে ধরেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই। আমরা আমাদের ভুল এবং দুর্বলতাও স্বীকার করি। আমরা নিজেরা নিজেদেরকে প্রভাবিত ভাবতে পারি; তবে বিগত তিন বছরে সরকার, রাজনৈতিক দল কিংবা কথিত ক্ষমতাবানরা দুদককে প্রভাবিত করার চেষ্টা করেনি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই বলেন মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে। এ ব্যর্থতার জন্য দুদকের দিকে আঙুল তোলা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন করে কয়েকটি সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। দুদকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশের সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ একাধিক সংস্থা এখন এ বিষয়ে কাজ করে। দুদক শুধু ঘুষ ও দুর্নীতিসম্পৃক্ত মানি লন্ডারিংয়ের অপরাধ তদন্তের ক্ষমতাপ্রাপ্ত। মানি লন্ডারিংসংশ্লিষ্ট বাকি ২৬টি অপরাধের তদন্ত অন্যান্য সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘দেশের সিংহভাগ অর্থ পাচার হয়ে থাকে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে। আমরা রাজস্ব বোর্ডের কাছে ওভার ইনভয়েসিংয়ের তালিকা চেয়েছি। প্রয়োজনে তালিকা ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘একক সেক্টর হিসেবে সর্বোচ্চ মামলা ও গ্রেপ্তার হয়েছে ব্যাংকিং সেক্টরে। বেসিক ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যাংকে নগদ জমা হয়েছে। কমিশনের মামলার কারণে দেশের ব্যাংকিং খাতে চুরি হওয়া কয়েক হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘কমিশনের মিশনে দুর্নীতির গতি-প্রকৃতি নির্ণয় থাকা উচিত। কাজের মধ্যে স্বচ্ছতার দৃশ্যমান মানদণ্ড থাকবে। কমিশনের প্রতি মানুষের ভয় ও শ্রদ্ধা থাকলে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে। চিকিৎসকদের প্যাথলজিক্যাল টেস্ট এবং ওষুধের স্যাম্পল বোমার মতো ভয়ংকর হয়ে উঠছে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারের পাশাপাশি ব্যাংকিং খাতে দুদকের আরো সক্রিয় অংশগ্রহণ জরুরি।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দুদকের উচিত মেগা খাতের দুর্নীতি দমনে অধিকতর মনোনিবেশ করা।’ তিনি দুদকের মতো সার্বিকভাবে সরকারে একটি কৌশলপত্র প্রণয়নের সুপারিশ করেন।

এ ছাড়াও উক্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, কণ্ঠশিল্পী হায়দার হোসেন প্রমুখসহ আরও অনেকেই।

Most Reliable ISC CSSLP Practice Test

Are tense tension is not enough, take a look at each other as intelligence gathering officers and indeed there ISC Certification CSSLP are many mixed in the local people CSSLP Practice Test back and forth to find touch, http://www.passexamcert.com and sometimes the evil play also moved Certified Secure Software Lifecycle Professional Practice Test the hospital female soldiers make up ISC CSSLP Practice Test reconnaissance, absolute Unavoidable. I have always been a brotherly brotherly person, from an early age.I stay in the head group, not only I know I am a soldier, and all my belong to my motherland and my faith. In contrast, I ISC CSSLP Practice Test like ISC CSSLP Practice Test to be in a mess with me.Free ah, happy ah I have no money to say no money, really, what can not say So tired of living so interesting ah I looked for a moment, did not dare to think of anything else, really dare not think of anything else.

So young, he occupies a large office, and has a thick and large ISC CSSLP Practice Test boss, which makes Li Wei, who is full of vicissitudes and vicissitudes, self defeating. You are free to write and the structure is free. If CSSLP Practice Test he had repeated seven or eight times in the morning, he would say the ninth time and sign the word. http://www.examscert.com/CSSLP.html I said I m sorry and returned to my desk. Li Wei, ISC Certification CSSLP tell ISC CSSLP Practice Test me, where can I watch you Through the securities companies of Haikou, ISC CSSLP Practice Test Dalian and Beihai, Sunshine took Certified Secure Software Lifecycle Professional Practice Test away a large amount of state owned assets and transferred them abroad.

In one or two laps, the patients moved tiredly and began to gradually withdraw from the team. When the car turned to the dawn in the city, they returned to their residence. Ding Xiaofei seems to be very focused on what is in front of her. Barney and Jack walked Certified Secure Software Lifecycle Professional Practice Test in front of us and held hands. She took my hand and http://www.testkingdump.com/CSSLP.html ISC CSSLP Practice Test walked through a bright bakery in the cold ISC Certification CSSLP wind, she Pulling me back and going, let me stand outside, walk in, I looked through the glass and said something to the waiter ISC CSSLP Practice Test at the counter first, the waiter at the counter shook his head she went to a few more sitting In front of people CSSLP Practice Test who ate bread and sipped hot drinks, they said something to them. Several men ISC CSSLP Practice Test looked at each other and laughed at each other.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ