শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংকে ব্যবহৃত ফরম সহজ করার উদ্যোগ

প্রকাশঃ

ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ঋণ নেয়া বা অন্য কোনো কাজে ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো বেশ জটিল। এসব ফরম সাধারণ গ্রাহকদের জন্য বুঝে ওঠা খুব কষ্টসাধ্য। তাই এবার ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সভপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বার্ষিক উদ্ভাবনী কর্ম-পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক পর্যালোচনা সভায় ব্যাংকে ব্যবহৃত ফরমগুলো সহজ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদকে প্রধান করে একটি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।

আগামী ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরমগুলো ও সহজীকরণের প্রস্তাবনা এই প্রতিনিধিদের সঙ্গে আনার কথা বলা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ