সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংক এমডিদের বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্য জমা দিতে হবে

প্রকাশঃ

দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের (সিইও) বিদেশ ভ্রমণের উদ্দেশ্য, সময়, অবস্থানের বিস্তারিত বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। সোমবার (৫ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের অনুমোদনের আবেদনের সঙ্গে চাহিত তথ্যও বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। ফলে এখন থেকে ব্যাংকের প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের জন্য ব্যাংকের নাম, প্রধান নির্বাহীর নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের প্রস্তাবিত সময় (যাতায়াতসহ) পর্ষদের অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থাকালীন ঠিকানা (একাধিক দেশে হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) সবশেষ কখন, কতদিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হয়েছে।

সার্কুলার জারির দিন থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ