বুধবার, ৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্যাংক চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে হবে

প্রকাশঃ

আগামী জুলাই থেকে ব্যাংক চেকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে। সঞ্চয়পত্র ক্রয়ের মূল টাকা ও মুনাফার অর্থ নগদ আকারে দেয়া হবে না। মূল টাকা ও মুনাফা যাবে গ্রাহকের ব্যাংক হিসাবে। একই সঙ্গে সঞ্চয়পত্র কিনতে অর্থের উৎস জানাতে হবে, কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে না।

গ্রাহকের পরিচিতি নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকাপি জমা দিতে হবে। এটি এখনও বাধ্যতামূলক করা হয়নি। জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, জন্ম নিবদ্ধন, ড্রাইভিং লাইসেন্স জমা দিতে হবে। বিনিয়োগ সক্ষমতা জানতে নেয়া হবে আয়কর শনাক্তকরণ নাম্বার (টিআইএন)। সংশিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এসব বিধিবিধান সংযুক্ত করে সরকারি খাতের সঞ্চয়পত্র কেনার বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), জাতীয় সঞ্চয় অধিদফতর, বাংলাদেশ ব্যাংক পর্যালোচনা করে ওইসব নতুন বিধি সংযুক্ত করা হয়েছে। জুলাই থেকে এগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

এ প্রসঙ্গে জাতীয় সঞ্চয় অধিদফতরের নীতি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সঞ্চয়পত্র বেচাকেনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। ইতিমধ্যে সীমিত আকারে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি চালু হয়েছে। সঞ্চয়পত্র বেচাকেনায় এর প্রভাব পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো সমস্যা না হলে এগুলো বাধ্যতামূলক করা হবে। পর্যায়ক্রমে আরও অনেক নতুন বিধি চালু হবে।

সূত্র জানায়, আগে সঞ্চয়পত্র নগদ অর্থে কেনা যেত। এখন সঞ্চয়পত্র নগদ টাকায় কেনা যায় না। ব্যাংক চেকের মাধ্যমে টাকা দিতে হয়। পেনশনার সঞ্চয়পত্র কিনতে পুরো টাকাই এখন ব্যাংক চেকের মাধ্যমে দিতে হয়। পেনশনের অর্থ থেকেই সঞ্চয়পত্র কেনা হচ্ছে এটা নিশ্চিত করতেই এ উদ্যোগ। কেননা এটি শুধু সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাই পেনশনের টাকা দিয়ে কিনতে পারেন।

বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংক থেকে যারা অন্যান্য সঞ্চয়পত্র কেনেন তাদের ১ লাখ টাকা হলেই ব্যাংক চেকের মাধ্যমে টাকা দিতে হয়। ১ লাখ টাকার কম হলে নগদ আকারে নেয়া হয়। ব্যাংকের বাইরে জেলা-উপজেলা পর্যায়ে এ বিধানটি এখনও বাধ্যতামূলক করা হয়নি। তবে গ্রাহকদের কাছে ১ লাখ টাকা হলে ব্যাংক চেকে টাকা চাওয়া হচ্ছে।

ব্যাংক হিসাব একেবারে না থাকলে সেক্ষেত্রে নেয়া হচ্ছে নগদ টাকা। তবে গ্রাহককে বাধ্য করা হচ্ছে ব্যাংক হিসাব খুলতে। জুলাই থেকে সব পর্যায়ে ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ব্যাংক চেকের মাধ্যমে টাকা দেয়ার বিধান বাধ্যতামূলক করা হবে। বিধি সফল হলে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার অর্থ ব্যাংক চেকে দেয়ার বিধান করা হবে। পর্যায়ক্রমে তা আরও কমিয়ে আনা হবে। একই সঙ্গে জেলা-উপজেলা পর্যায়েও অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি করতে হবে।

High Quality Isaca CRISC Questions And Answers

When the contract was signed, CRISC Certification CRISC Tianchi Isaca CRISC Questions And Answers only felt that the world in front of him suddenly became much bigger and brighter. Looking up at the sky, the sky is cold and cold, watching yourself Isaca CRISC Questions And Answers coldly, with a sadness and CRISC Questions And Answers sorrow, but mixed Certified in Risk and Information Systems Control with scornful sarcasm. Tianchi kept a Isaca CRISC Questions And Answers quiet smile from beginning to end, but his heart was angry and sighed and nervous.

Okay, then According to what you said Isaca CRISC Questions And Answers Prosperity, if you want to beat your wife today, CRISC Questions And Answers I Certified in Risk and Information Systems Control will be killed in front of the ancestral CRISC Questions And Answers Isaca CRISC Questions And Answers tablets Da Zhi s entire body was stunned by anger. Now she is still in Isaca CRISC Questions And Answers contact with the two girls. I want to see you treat CRISC Certification CRISC her differently, never Will spare you Prosperity is not awkward, but the doubles are extremely slight.

Jiacheng thought she met the female police chief, said the case, said the tentative one hundred and one o clock said the decision, said Rui Juan, Wu film leader, Aunt Tuoba and other people s ideas, said the military two Isaca CRISC Questions And Answers routes Deployment, under the eyes of children, Wu film length, Aunt Tuoba all the way to rescue Yaya, there is already a glare Jiacheng emergency fund raising sound hit the West, scattered Jinya son Yaya monitoring and attention, and make an appointment with Jinwanzi pay The time and place, so it is. Isaca CRISC Questions And Answers He then asked the gamblers to pay Isaca CRISC Questions And Answers a fine of one hundred dollars each.Ma friends are well experienced CRISC Questions And Answers veteran, who is not the first encounter such a scene, they make a hand, very accurately from his pocket Sosuo out of seven, eight ten dollar tickets, there is no one Manly and completely CRISC Certification CRISC out of ten ten or a hundred dollars. Although they were mentally handicapped but mentally healthy, they were confused and speechless watching the traffic flow. Her ancient kindness left by Isaca CRISC Questions And Answers the benevolent ancients relieved her and gave her a freshman s path to a light load. So as not to be like milfs, no people want to paste, too late to Certified in Risk and Information Systems Control regret it.Xiao Qin Zi solemnly declare, godmother, people are interested, please do not talk to me later these things, I listened to upset.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ