রবিবার, ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ৮ হাজারের উপরে

প্রকাশঃ

ব্রাজিলে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যার শিকার দেশটির প্রায় সাড়ে ৩৪ লাখ মানুষ। তবে টানা দ্বিতীয় দিনের মতো কিছুটা কমেছে প্রাণহানি। তার পরও যাতে ইতোমধ্যে ১ লাখ প্রায় ৮ হাজার ভুক্তভোগী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে সুস্থতার হারও কম নয়। এখন পর্যন্ত ২৪ লাখের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে আজ সোমবার সকালে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৪০ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৮২ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭ হাজার ৮৭৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, একই সময়ে সুস্থতা লাভ করেছেন ২৮ হাজার ১৮৪ জন। এ নিয়ে ভাইরাসটি থেকে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা ২৪ লাখ ৩২ হাজারের বেশি ভুক্তভোগী।

গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত একজনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ