সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে একদিনে করোনায় আরও ২১২৩ মৃত্যু, আক্রান্ত লাখের নিচে

প্রকাশঃ

ভারতে প্রতিদিনই কমছে করোনাভাইরাসে সংক্রমিত নতুন রোগীর সংখ্যা। এক সময় চার লাখ ছাড়ানো দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বশেষ ২৪ ঘণ্টায় নেমে এসেছে ৮০ হাজারের ঘরে। অপরদিকে দৈনিক মৃত্যুও নেমে এসেছে দুই হাজারের কাছাকাছি।

মঙ্গলবার (৮ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন মানুষ। ৬৩ দিন পর এই প্রথমবারের মতো দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা নামল এক লাখের নিচে। সর্বশেষ গত ২ এপ্রিল ভারতে শনাক্ত নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ৮০ হাজারের ঘরে।

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১৪ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১২৩ জন। অর্থাৎ সোমবারের তুলনায় মঙ্গলবার মৃতের সংখ্যা কমেছে তিন শতাধিক। দৈনিক মৃতের সংখ্যা কমলেও ভারতে মোট মৃত্যু ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৩ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৭০২ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ৭ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনের।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ