রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ

প্রকাশঃ

ভারতে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ ৬.৪ শতাংশ কমেছে।

একদিনে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৭২৮ জনের করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে এক লাখ ৬৮ হাজার ৬৩ জনের। ফল সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.৪৬ শতাংশে। যা আগের দিন ১৩.২৯ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা।

দেশটিতে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মঙ্গলবারও শীর্ষে ছিল মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৪৭০ জন করোনা আক্রান্ত হয়েছে এই রাজ্যে। তবে এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় ১১ হাজার কম। সংক্রমণ কিছুটা কমেছে দিল্লিতেও। তবে দৈনিক সংক্রমণের সংখ্যায় দিল্লিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৮৬ জন সংক্রমিত হয়েছেন এ রাজ্যে। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৬৬ জন। যদিও বিশেষজ্ঞদের মত, সংখ্যায় এই সামান্য হেরফের দেখে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার ভারতে করোনায় মৃত্যু হয়েছিল ১৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৭ জন। এ ছাড়া দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন আট লাখ ২১ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে সুস্থতার হার এখনও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৩৬ শতাংশে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ