ভারতে প্রাণঘাতী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনায় মারা যান ৪ হাজার ৭৭ জন।
দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ১১ হাজার জনের। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ২০ শতাংশ করোনা শনাক্তের হার কমেছে। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে ভারতে সুস্থতার হার অনেক বেশি। এখন পর্যন্ত ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন করোনামুক্ত হয়েছেন।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।