ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৯৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন।
এই সময়ে মারা গেছেন ৪৪৩ জন। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ভারতে ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে মোট ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতে মোট মৃত্যুর এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এ পর্যন্ত ৪৭ হাজার ৭১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ৬৬, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৩৭৬, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৪২ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৮৮ জন মারা গেছেন।
এ ছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।