সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে করোনা সংক্রমণ বাড়ল ৯০ শতাংশ

প্রকাশঃ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে প্রায় ৯০ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুও ছাড়িয়েছে দুইশোর ঘর। এই পরিস্থিতিতে ভারতে করোনা মহামারি ফের খারাপ পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। রোববার এই সংখ্যাটি ছিল ১ হাজার ১৫০ জন। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে, সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। যদিও এর মধ্যে কেরালায় ৬২ জনের মৃত্যুর পুরোনো তথ্য যোগ করা হয়েছে। রোববার ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল মাত্র চারজন। সেই হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সবমিলিয়ে ভারতে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জনে।

এছাড়া ভারতে সোমবার দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। রোববার এই হার ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। অবশ্য সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৫৮ জন থেকে কিছুটা কমে হয়েছে ১১ হাজার ৫৪২ জন।

আরও পড়ুন : দেশের ১ কোটি ১৩ লাখ মানুষ বুস্টার ডোজের আওতায়

গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতেই করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৫১৭ জন। যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ৪ কোটি ২৫ লাখ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ