একদিন বিরতি দিয়ে আবারও ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একই সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি বৈশ্বিক দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
ইন্ডিয়া টাইমস জানায়, গত শুক্রবারই ভারতে একদিনে সংক্রমণ ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়। এরপর থেকে অব্যাহত ছিল সেই ধারা। তবে স্বস্তি মেলে মঙ্গলবারের বুলেটিনে। এ দিন বলা হয়, দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের নীচে নেমেছে। কিন্তু বুধবারই তা আবার ৬০ হাজারের গণ্ডি ছাড়ায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৬১ হাজার মানুষ কভিড ১৯-এ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৭০৪ জনের।
ভারতে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৬৩৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯১ জন।
করোনা শনাক্তের হিসাবে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই ভারতের অবস্থান। আর সাড়ে ৪৬ হাজার মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যকে একদিন পরেই টপকাতে পারে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।