বুধবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতে ২৪ ঘন্টায় করোনায় আরও ৫৭৮ জনের মৃত্যু

প্রকাশঃ

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১২৯ জন। এ সময়ের মধ্যে ৫৭৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ এবং মৃত্যু ১ লাখ ১৮ হাজার ৫৩৪।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭৭ জন সুস্থসহ ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের তালিকায় শুরু থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ৩১৭। সব মিলিয়ে ট্রাম্পের দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ৭৬ হাজার ৬৯-এ।

অন্যদিকে ভারতের পরই ওই তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮০ হাজার ৬৩৫। দৈনিক সংক্রমণ হয়েছে ২৬ হাজার ৯৭৯ জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ