মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ জন

প্রকাশঃ

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মা-মেয়ে ও তারাকান্দায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ভালুকার ঘটনাটি ঘটে বুধবার (১৭ মার্চ) সকালে রাসেল স্পিনিং মিলের সামনে ও তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকার দুর্ঘটনাটি ঘটে দুপুরে। নিহতরা হলেন: মা খাদিজা খাতুন (৪৪), তার দেড় বছরের মেয়ে মরিয়ম ও রফিকুল ইসলাম (৩০)।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান জানান, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার রাসেল স্পিনিং মিলের সামনে মালভর্তি একটি ট্রাক দ্রুতগতিতে পিছনের দিকে এসে পথচারী মা ও মেয়েকে চাপা দিলে তারা দুজনই মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মা খাদিজা খাতুন ও সাড়ে ১০টার দিকে মেয়ে মরিয়ম মারা যায়। পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, বুধবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের কাশিগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রফিকুলের বাড়ি কাশিগঞ্জ এলাকায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ