বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা দেয়ার সুপারিশ: বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ

ব্যাংকের ঋণখেলাপি কমাতে এবং খেলাপি ঋণের সংস্কৃতি থেকে ব্যাংকিং খাতকে বের করে আনার জন্য নিয়মিত ব্যাংকঋণ পরিশোধকারীদের জন্য প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ভালো ঋণগ্রহীতাদের আর্থিক ও নৈতিক প্রণোদনা দেয়াসহ বিনিয়োগ উদ্বুদ্ধ করতে সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ভালো ঋণগ্রহীতাদের আরো কী ধরনের প্রণোদনা দেয়া যায়, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মতামত চাইলে, বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ বিভিন্ন দিক পর্যালোচনা করে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে ভালো ঋণগ্রহীতাদের জন্য একগুচ্ছ আর্থিক ও নৈতিক প্রণোদনা দেয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, যারা ভালো ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবেন, তাদের আর্থিক ও নৈতিক দুই ধরনের প্রণোদনা দেয়া যেতে পারে। আর্থিক প্রণোদনার মধ্যে নতুন ঋণের সুদহার নির্ধারণে বিশেষ সুবিধা, কর সুবিধা এবং নতুন কারখানা স্থাপন করলে গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ দেয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। এছাড়া এ ভালো গ্রাহকদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে বিশেষভাবে রিওয়ার্ড পয়েন্ট, ডিসকাউন্ট সুবিধা দেয়া যেতে পারে।

আর নৈতিক প্রণোদনা হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ সম্মাননা, নাগরিক সুবিধায় অগ্রাধিকার, সরকারি পরিবহন ব্যবহারে বিশেষ সুবিধা, ব্যাংক কর্তৃক বিশেষ কার্ড দেয়া, ভালো ঋণগ্রহীতাদের নিয়ে ব্যাংকের বিশেষ ম্যাগাজিন বা বুকলেট প্রকাশ করার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক ভালো ঋণগ্রহীতাদের জন্য সুদে ছাড় দেয়ার সুবিধা দেয়। উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তুলতে শর্তসাপেক্ষে এ উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ভালো ঋণগ্রহীতাদের জন্য রেমিট্যান্স অ্যাওয়ার্ডের মতো অ্যাওয়ার্ড চালু করা, কম সুদে ঋণ দেয়া ও গ্রাহকদের র‌্যাংকিং করার জন্য লাইভলেন্ড অ্যাপ ব্যবহারের প্রস্তাব করা হয়।

Software Certifications CSTE Study Guide For Each Candidate

Wen Qing with Zhang Zhang, said Polyester Health, not the old lady said you, you are too bitter, how the next man on the house so little Mommy, little maid it Zeng Guofan laughed where adults, Guofan Xiao Shang is Testing CSTE Study Guide still waiting for the elderly in Xiangxiang, there is no need for a small CSTE Certified Software Test Engineer (CSTE) maid and mom son ah Next officer, how can we use a lot of people Now sometimes too How much Wen Software Certifications CSTE Study Guide Qingzui amazed It really is a hundred news see, there is no woman s day you fumigious This fall with the holy ancestral Zheng Zheng discuss when some of the similar Well, the old man paid, first to discuss with you A concubine to. Tseng Kuo fan a word, hurriedly said Wen Zhongtang fast on the sedan, the next official to leave. Do not look at that we know that Li Ching Gang adults who drink all round, he really afraid Mrs. The act later made a county magistrate, the year is exhausted in the office CSTE Study Guide without regrets. The Minister of Appreciation was admired by twelve, and the foreman and deputy chief minister sometimes reached as many as two dozen Once the official love of money, the heart will deteriorate, and then hard pressed to serve the country You Qu Shi Yu stresses so well, nor What kind of paper shop to open, do not still live on your salary Quzi Liang for a long while before The next official to maintain a lack of content to meet, which Testing CSTE dare to have other ideas Li Hung chan then interrupted Teacher, ah, Software Certifications CSTE Study Guide the disciple just for the teacher in mind for a moment for a moment.

In the words Testing CSTE of the three brothers with the tiger s back, it is Old fat, but fortunately I have Software Certifications CSTE Study Guide not CSTE Study Guide lived in the same era with Software Certifications CSTE Study Guide you, or I will go to take you right now Vol. We have no weight in this huge Software Certifications CSTE Study Guide storm. It s like we don t have a fixed love, just like fraternity. The world, how vain, hypocrisy, falsehood, weakness, virtuality, and bluffing. LSD, when I saw the gecko, I gave it a tail. You Software Certifications CSTE Study Guide also accepted Software Certifications CSTE Study Guide CSTE Certified Software Test Engineer (CSTE) this and even in you.

CSTE Study Guide Until then, CSTE Certified Software Test Engineer (CSTE) that feeling she still Software Certifications CSTE Study Guide remembers. My son Software Certifications CSTE Study Guide asked What to do Tianchi did not feel good You gave up on your Software Certifications CSTE Study Guide own, Software Certifications CSTE Study Guide I want to seize the opportunity I don t believe it You can t Testing CSTE look at the small radish head. Open a photo studio Photo album http://www.testkingdump.com/CSTE.html No, not so Cool. In the past few years, since the leaves returned to Beijing, Ruofei and Li Wei no longer avoided people.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ