হজ ফ্লাইটের প্রথম দিন ৮২৯ জন যাত্রী নিয়ে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট। তবে ভিসা জটিলতায় এ যাত্রায় ১৪০ জন শামিল হতে পারেননি। সংশ্লিষ্টরা বলছেন, ভিসা পেলেই তাদের অন্য ফ্লাইটে বিনা খরচে হজে পাঠানো হবে।
রোববার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার সকাল সাড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন ও সাড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। বাংলাদেশ থেকে আগত এ সব হজযাত্রীকে জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।
এছাড়া জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেদ্দার বাংলাদেশ কনসু্যলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছি?লেন।
এদিকে, হজ ফ্লাইটের প্রথমদিনেই সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন যাত্রী। রোববার দুপুর ২টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে তাদের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও ভিসা না পাওয়ায় তাদের যাওয়া হয়নি।
জানা গেছে, হজ ফ্লাইট শুরুর দিনে ৪১৭ জন যাত্রীর মধ্যে ভিসা আটকে যাওয়ায় সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন। তাদের অভিযোগ, ট্রাভেল এজেন্সির গাফিলতির কারণে এ জটিলতা তৈরি হয়েছে। তারা এর জন্য সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।
হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ভিসা পাওয়া মাত্রই ১৪০ জনকে অন্য ফ্লাইটে বিনা খরচে হজে পাঠানো হবে। উলেস্নখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করবেন।