সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভিসা প্রক্রিয়া সহজ করতে হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে ধর্ম মন্ত্রণালয়

প্রকাশঃ

ভুয়া নিবদ্ধন ঠেকাতে, দ্রুত পাসপোর্ট যাচাই ও ভিসা প্রক্রিয়া সহজ করতে হজযাত্রীদের পাসপোর্টের তথ্য যাচাই করবে ধর্ম মন্ত্রণালয়। চূড়ান্ত নিবন্ধনের সময় পাসপোর্ট অধিদফতরে সার্ভারের ডাটাবেজ থেকে প্রাক নিবন্ধিত হজযাত্রীদের পাসপোর্টের তথ্য সংগ্রহ করবে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সিগুলোও এ সার্ভার থেকে পাসপোর্টের তথ্য যাচাই করতে পারবে।

এতদিন পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সাথে ধর্ম মন্ত্রণালয়ের ডাটাবেজের সংযোগ না থাকায় প্রাক নিবন্ধনের সময় বিভিন্ন হজ এজেন্সি ভুয়া পাসপোর্ট নম্বর ব্যবহার করে নিবন্ধন করত। পরে সংশোধনের সুযোগ নিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় বেসরকারি এজেন্সিগুলো। এই ধরনের তৎপরতা বন্ধের জন্য পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজের সাথে ধর্ম মন্ত্রণালয়ের ডাটাবেজের সংযোগ করা হয়েছে। ফলে এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি দূর করা সম্ভব হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়।

এর আগে হজযাত্রীদের পাসপোর্ট যাচাই সহজ করতে গত বছরের ১৩ নভেম্বর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাথে ধর্ম মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এনটিএমসিতে স্থাপিত মিডল সার্ভারের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় দ্রুততার সাথে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। এতে দ্রুত পাসপোর্ট যাচাই ও ভিসা প্রক্রিয়া সহজ হবে। এছাড়া মিথ্যা তথ্যের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন প্রক্রিয়া সহজেই চিহ্নিত করা যাবে।

গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, প্রাক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য পাসপোর্টের তথ্য যাচাই বাধ্যতামূলক। পাসপোর্ট অধিদফতরের সাথে ধর্ম মন্ত্রণালয়ের আন্তঃসংযোগ স্থাপিত হওয়ায় এ বছর পাসপোর্টের তথ্য পাসপোর্ট অধিদফতরের ডাটাবেজ থেকে গ্রহণ করা হবে। পাসপোর্ট অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, দিনে ২০০ এবং রাতে ১০ হাজার পর্যন্ত পাসপোর্টের তথ্য গ্রহণের সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হজ এজেন্সিগুলো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাইয়ের মতো নিবন্ধনযোগ্য হজযাত্রীদের পাসপোর্ট নম্বরের তথ্য সাবমিট করতে পারবেন। পাসপোর্ট অধিদফতর থেকে পাসপোর্টের তথ্য হালনাগাদ হয়েছে কিনা তা নিবন্ধন সিস্টেমের ‘পাসপোর্ট স্ট্যাটাস’ রিপোর্টেও দেখা যাবে।

Amazon AWS-SYSOPS Test Engine

Ye Green turned and looked at his younger brother. Ye Green no longer spoke, her eyes slowly crawling from the shoulders of her brother to the Amazon AWS-SYSOPS Test Engine window, the sky was gray, like a sealed cement Amazon AWS-SYSOPS Test Engine wall, without sunlight. My father is ingenious, he learns to tailor his clothes and AWS-SYSOPS Test Engine knit sweaters. As we accelerated through the last quarter of a mile, AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS my breathing became very small and became an inaudible embarrassment. Great, what do you want to Amazon AWS-SYSOPS Test Engine http://www.passexamcert.com do, how good I installed my enthusiasm too much, AWS Certified SysOps Administrator and I became unscrupulous and strange.

I looked at AWS-SYSOPS Test Engine him strangely. He breathed a sigh of relief AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS They are not coming today, I will call Amazon AWS-SYSOPS Test Engine them in the afternoon At one end Amazon AWS-SYSOPS Test Engine of the road, there are several white AWS Certified SysOps Administrator flower stands, and Amazon AWS-SYSOPS Test Engine the flower stands are covered with green climbing plants. In Guangzhou, a customer gave her a whole summer rose. Like you with the Tianchi, the same Amazon AWS-SYSOPS Test Engine heart and the same, Amazon AWS-SYSOPS Test Engine intimate, do not care so much taboo.

Once Zeng Guofan raised them, the half aged woman was brought into the kitchen by Bao Amazon AWS-SYSOPS Test Engine Fuzhi to boil and brew tea. Bearers are naturally happy.Walked, Zeng Guofu suddenly heard someone listening to the front of the car but sitting in the car to go to Jiangxi provincial examinations had adults Zeng Guofan opened AWS-SYSOPS Test Engine Amazon AWS-SYSOPS Test Engine the car curtain and saw a runner legs standing with his fork in front asked. Chen Zhongtang refers to the co host of the bachelor s degree.The criminal minister Shang Chen Enhien, a man promoted by the chief military plane Moushanga, is Amazon AWS-SYSOPS Test Engine a harder character AWS Certified SysOps Administrator – Associate AWS-SYSOPS in the party. Runners panic fight desperately blocked, but where blocked Quick runner legs quickly go to the lobby to report prefect to go. Zeng Guofan retreated quietly.Back to the mansion, happened to Li Hongzhang visit. Zeng Guofan sighed heavily and said Li observed that Wenshang County s food for relief, silver detachment issued a AWS-SYSOPS Test Engine detailed case, presumably have brought it Li Yan AWS Certified SysOps Administrator sheng replied Back to the words of adults, the six books with Zhang in the whole body Zhang is waiting outside the door, adults can summon Zeng said Come on.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ