রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভিসা হয়নি ৪৬৬ হজযাত্রীর, ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা এজেন্সি মালিক

প্রকাশঃ

হজগমনেচ্ছুক ৫৩৮ জন যাত্রীর টাকা নিয়ে এস এন ট্রাভেলস আ্যন্ড ট্যুরস নামের একটি হজ এজেন্সির মালিক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ৭৫ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হওয়ায় তারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। বাকি ৪৬৬ জনের হজযাত্রা অনিশ্চতায় পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ হজযাত্রীরা।

এজেন্সিটি প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে।

বুধবার (১৪ জুন) ৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাওয়ের অভিযোগে রাজধানীর জুরাইনে ওই এজেন্সিতে বিক্ষোভ করেন ভুক্তভোগী হজযাত্রীরা।

পুলিশ বলছে, ৫৩৮ হজযাত্রীর মধ্যে ৭৫ জন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। তবে বাকি ৪৬৬ জনের বিষয়ে কী হবে এখনো সিদ্ধান্ত হয়নি। এজেন্সি মালিক শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসাতেও তালা দেওয়া।

এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৫৩৮ জনকেই হজে পাঠাতে হবে বলে এজেন্সিকে বলা হয়েছে। যদি তারা পাঠাতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজেন্সির মালিক শাহ আলম এখন পর্যন্ত পলাতক। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কত টাকা এজেন্সি নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ২০ কোটি টাকার বেশি নিয়েছে। তবে কীভাবে বাকি ৪৬৬ জনকে মক্কায় পাঠানো যায় পুরো বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কাজ করছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ