বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবি ৪০ জনের প্রাণহানির আশঙ্কা

প্রকাশঃ

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪০ জন অভিবাসন প্রত্যাশীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড।

কোস্ট গার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম জানিয়েছেন, ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ ছাড়া কমপক্ষে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তাদের বেশিরভাগই সুদানের নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে মিশর, মরক্কো এবং তিউনিশিয়ার লোকও আছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ