রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভ্যাটের আওতায় আসতে হবে সবাইকে: অর্থমন্ত্রী

প্রকাশঃ

ভ্যাটের আওতায় আসতে হবে সবাইকে বলে জানিয়েছেন নব নিযুক্ত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভ্যাটের হার ১৫-২০ শতাংশ নয় বরং এটি সহনীয় পর্যায়ে রাখা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী। সবাইকে ভ্যাট দিতে হবে মর্মে প্রত্যেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ রেজিস্টার মেশিন স্থাপন করা হবে।

গতকাল বঙ্গভবনে অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন মুস্তফা কামাল। পরে সন্ধ্যায় নিজ মন্ত্রণালয় আসেন নব নিযুক্ত অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থসচিব আবদুর রউফ তালুকদার সহ অন্যান্যরা উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ বলেন, আপনারা প্রজ্ঞাবান, আপনাদের কাজের জন্য আজ বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা দিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, বিশ্ব আমাদের কর্মকাণ্ডের প্রশংসা করলেও অর্থনীতির এলাকা নিয়ে আমাদের প্রশ্নবিদ্ধ করে রেখেছে। এ বিষয়ে আমার চেয়ে আপনারা ভালো জানবেন। আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে কিভাবে কম খরচ করে সর্বাধিক সম্পদ অর্জন করা যায়। রেট অব রিটার্ন কিভাবে ভালো এবং কিভাবে তা স্থায়ী করতে পারি।

অর্থমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, প্রথমেই আমার মাইন্ডকে ব্লক করে দেবেন না। আমাকেও ভাবতে সময় দেবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমিও কাজ করতে চাই । ২০১৯ সাল হবে আমাদের জন্য সুখকর বছর। এ জন্য সবাইকে শ্রম ‍দিতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে ৪ কোটি মানুষ মধ্যম আয়ের। তাদের কিছু না কিছু কর দেয়ার ক্ষমতা আছে। কিন্তু তারা তা দেয় না বা আমরা তা নেই না। কিন্তু কর দিচ্ছে মাত্র ১৬ লাখ মানুষ। ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এই দেশটি মাত্র পাঁচ মাসে রাজস্ব প্রবৃদ্ধি করেছে ৩২ শতাংশ। এটি তারা করেছে আমদানি ও রফতানি পণ্য স্ক্যান করে। এর মাধ্যমে তারা রাজস্ব আয় বাড়িয়েছে। আমাদেরও স্ক্যানার বসাতে হবে। এ ক্ষেত্রে আমাদের ‘রাফ অ্যান্ড টাফ’ হতে হবে।

তিনি বলেন, ভ্যাট আমাদের সবাইকে দিতে হবে। তবে সেই ভ্যাট ১৫ বা ২০ ভাগ তা কেউ দেবে না। আমরা সহনীয় পর্যায়ে ভ্যাটের রেট করব। কিন্তু যা করব তা থেকে আমাদের সবার কাছ থেকে পেতেই হবে। শতভাগ রাজস্ব আদায়ের জন্য প্রত্যেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ রেজিস্টার মেশিন বাধ্যতা মূলক করতে হবে। আর ক্যাশ রেজিস্টার কেনার যাদের সামথ্য নেই, তাদেরকে আমরা ক্যাশ রেজিস্টার কিনে দিব। এ জন্য তাদের সুদ দিতে হবে বা পণ্য বিক্রি করে আমাদের মেশিনের অর্থ পরিশোধ করে দিতে হবে।

High Quality IIBA CBAP Exam Paper PDF

For a moment, Huang Liang, dressed in a bureaucratic uniform, took the officials of both size and size into the lobby and Cetified business analysis professional (CBAP) appliaction revisited the gift to Zeng Guofan. Zeng Guofan had to say to Li Yan Shen http://www.passexamcert.com/CBAP.html Lee observed, IIBA Certifications CBAP you wait, go to the Department Hall IIBA CBAP Exam Paper PDF to go. Zeng said the crown arch hand helplessly said.Are you daring to be the capital to Sichuan presidential examination of adults It s down. Dao Guangdi what IIBA CBAP Exam Paper PDF you want to do The CBAP Exam Paper PDF Qing Dynasty was stationed in Central Plains by force.

Every day they have a chance to go CBAP Exam Paper PDF to Beijing.He really feared that his ancestral homework would end in his own hands. Tseng Kuo fan s voice fell, the whole house was surprised a moment.Mao Taizong increased his voice but IIBA Certifications CBAP Exam Paper PDF said The imperial envoy adults, the tolerance of my old wool locked away, IIBA CBAP Exam Paper PDF asked do not ask on the next IIBA CBAP Exam Paper PDF big jail off overnight Tseng Kuo fan shall Cetified business analysis professional (CBAP) appliaction not allow Mao Taigong to finish his speech, suddenly put the gavel a beat, shouted Mao Taigong, you can not roar court Suddenly, bow down and IIBA CBAP Exam Paper PDF official IIBA CBAP Exam Paper PDF whispered IIBA Certifications CBAP muttered something, suddenly a triangular eye squinting, Zhang also said Zhang Ming House, you can hear the words of Mao too public Zhang also calmly stood up and faced with a deep courtesy of the ceremony Two adults listen to the truth. Zeng Guofan invited Wang Mingqi on the second day with his official letter and 20 Gosh Hahs and went straight to Wuchang, Hubei Province.

I know that in our time, everyone is trying to pretend that this is not true. But don t be too happy too early, Ye Lu does not know that the mother s first man is actually better than Zhou Xiang, it is really a good man, but no one except Jiang Aimin himself knows IIBA CBAP Exam Paper PDF this thing, Jiang IIBA Certifications CBAP IIBA CBAP Exam Paper PDF Aimin never Don t show off this wealth, because it is the most vivid IIBA CBAP Exam Paper PDF scar in Jiang Aimin s heart, but in any CBAP Exam Paper PDF case these men are all passengers. You are Wu Chao. How do you IIBA Certifications CBAP Exam Paper PDF know my name I know you. She had the experience of being locked in the dark toilet by Jiang Cetified business analysis professional (CBAP) appliaction IIBA CBAP Exam Paper PDF Aimin many times, but this time.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ