রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মঙ্গলবার দেশে ৯ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন

প্রকাশঃ

রাজধানীসহ সারাদেশে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আরও ৯ লাখ ৫ হাজার ৮০৫ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৯ জন এবং দ্বিতীয় ডোজের ৫ লাখ ৬৭ হাজার ২৪৬ জন।

প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ৭০ হাজার ৮০০ জন ও নারী ১ লাখ ৬৭ হাজার ৭৫৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ৮৭০ জন ও নারী ৩ লাখ ৬ হাজার ৩৭৬ জন।

গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্টাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১১ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জন ও দ্বিতীয় ডোজের ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন।

আরও পড়ুন : বিশ্বে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫৪ লাখ ১৮ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ ১১ হাজার ৬৭২ জন, পাসপোর্টের মাধ্যমে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৭৬১ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে ২ লাখ ৭৭ হাজার ৮৩২ জন নিবন্ধন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ