বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মহাখালী ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশঃ

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ীর ধাক্কায় নাঈম শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আরেকজন আহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে জাহাঙ্গীর গেট থেকে ফ্লাইওভারে উঠেন তিনি। ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর গেইটের সামনের সড়কে বুধবার রাত ১টার দিকে একটি ট্রাকটি পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত নাঈম শেখ (২৭) একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। মোটরসাইকেলে করে রাতে বন্ধু মেহেদী হাসানকে (২৮) নিয়ে দক্ষিণখানের মোল্লারটেকের বাসায় ফিরছিলেন তিনি।

ওসি হাফিজুর রহমান জানান, আহত মেহেদী হাসানকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, রাত আড়াইটার দিকে নাঈমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ