বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মহাব্যবস্থাপক হলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই ডিজিএম

প্রকাশঃ

মোহাম্মদ সালাহউদ্দিন রাজীব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের এক প্রজ্ঞাপন মূলে পদোন্নতি প্রাপ্ত হয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) এর মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০২ সালে আইআইসিটি, বুয়েট এ কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৯ সালে জনতা ব্যাংক পিএলসি এ প্রিন্সিপাল অফিসার (এইচএমই) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। তিনি বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক (ইনচার্জ), হেড অভ আইসিটি, হেড অভ রেমিট্যান্স, চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) এবং সাইবার সিকিউরিটি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সামগ্রিকভাবে বিকেবি’কে একটি ডিজিটাল ব্যাংকে রুপান্তর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন API, মিডলওয়্যার এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সংযুক্ত করার মাধ্যমে তিনি বৈদেশিক রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধিতে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তিনি কম্পিউটার সায়েন্স এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি আইআইটি, মুম্বাই হতে সিস্টেম আর্কিটেকচার এবং আইআইটি, কানপুর হতে সাপ্লাই চেইন ম্যান্জেমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন সেমিনারেও তিনি অংশ গ্রহণ করেন।

মোঃ মামুনুর রশীদ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের এক প্রজ্ঞাপন মূলে পদোন্নতি প্রাপ্ত হয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে (বিকেবি) এর মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০২ সালে একটি সফটওয়্যার কোম্পানিতে তার চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, চট্টগ্রাম এবং ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০১২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যরিয়ার শুরু হয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিকেবি’র একাধিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান (সিআরএম) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিভিন্ন আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইন্টারনেট ব্যাংকিং, বাংলা কিউআর, আইবিএফটি ইত্যাদি বাস্তবায়নে তার অসাধারণ কৃতিত্ব রয়েছে। তিনি কুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি সিএসইতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাছাড়া জনাব মামুন আইআইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সফলভাবে পিজিডিআইটি সম্পন্ন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। তিনি কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ