বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাগুরা জেলার মহম্মদপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪১তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২২ ডিসেম্বর ২০২৪ইং তারিখে মাগুরা জেলার মহম্মদপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ১৪১তম শাখা হিসেবে মহম্মদপুর শাখার (শাহানা মার্কেট, ২য় তলা, ১২৫ শহীদ আহম্মদ-মহম্মদ সড়ক, মহম্মদপুর, মাগুরা) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ। একই দিনে ব্যাংকের মহম্মদপুর শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়।

তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মহম্মদপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব খসরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ জিয়াউল হক, মহম্মদপুর প্রেসক্লাবের আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম এবং সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্জ আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক জনাব কে. এম. আনিসুর রহমান, হাট গোপালপুর শাখার ব্যবস্থাপক জনাব এ. টি. এম. সামছুজ্জামান, ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি জনাব মোঃ ইব্রাহিম হোসেন এবং ব্যাংকের সাধারণ সেবা বিভাগের এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ শাহরিয়ার সিদ্দীকসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই শাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক গ্রাহকদের সকল ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দেশের অর্থনীতিকে বেগবান করা এবং অধিকহারে জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনয়নের লক্ষ্যেই শাহ্জালাল ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমরা আশা করছি আমাদের এই মহম্মদপুর শাখা দেশের সার্বিক অর্থনীতিসহ অত্র এলাকার ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়নে অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গণে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ