সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাদারীপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশঃ

মাদারীপুরে শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার রাতে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।

এদিকে গুরুতর আহত মাইক্রোবাস চালকসহ বাকীদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে মাইক্রোবাসটি কাঁঠালবাড়ি ঘাট থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় কুতুবপুর এলাকায় পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী এসএ ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শ্যামল বিশ্বাস জানান, মাইক্রোবাসটি পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের ভুল লেনে ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ