রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মানসিক চাপে আছেন? কলা খান

প্রকাশঃ

বিশ্বের প্রায় সব দেশেই সারাবছর কলা পাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, মানসিক চাপ কমাতে কলা একটি মহৌষধ। স্ট্রেস কমাতে অব্যর্থ কলা। এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান যা শরীরে সিরোটোনিমে পরিণত হয়। এই সিরোটোনিন স্ট্রেস কমিয়ে মুড ভাল করতে সাহায্য করে। অতিরিক্ত চাপের সময় কলা খেয়ে নিন। চাপ কমবে।

বিশেষজ্ঞদের মতে, একটি মোটামুটি সাইজের কলায় রয়েছে, প্রায় ৯০০ মিলিগ্রাম পটাশিয়াম, ২১০ ক্যালোরি, ৫৪ গ্রাম শর্করা, ২ গ্রাম ফাইবার, ২৮ গ্রাম সুগার আর ৬ গ্রাম প্রোটিন। পাকা কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে হার্ট সুস্থ থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে।

কলায় থাকা পটাশিয়াম আমাদের কিডনি সুস্থ রাখতে সাহায্য করে। কলা আমাদের প্রস্রাবে ক্যালসিয়াম জমতে দেয় না। ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি রোধ করে।

কলায় আছে ট্রিপটোফ্যান নামের এক রকম অ্যামিনো অ্যাসিড, যা সেরোটোনিনে পরিবর্তিত হয়। সেরোটোনিনের সঠিক মাত্রা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে এই উপাদান আমাদের স্নায়ুকে শিথিল করে। ফলে ঘুম ভালো হয়।

কলায় থাকা প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং সল্যুবল ফাইবার শরীরে শক্তির জোগান দেয়। প্রতিদিন একটি বা দুটি কলা খেতে পারলে আমাদের হৃদযন্ত্র অনেক বেশি সুস্থ বা সচল থাকবে।

এ ছাড়া কলায় আরো রয়েছে, ২ শতাংশ ভিটামিন-এ, ৩৪ শতাংশ ভিটামিন-সি, ২ শতাংশ আয়রন, ৪০ শতাংশ ভিটামিন বি-৬, ১৬ শতাংশ ম্যাগনেশিয়াম। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কলার অবদান অতুলনীয়। কলার ভিটামিন বি-৬, যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মুক্তিপেতে কলার জুড়ি নেই। কলায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুবই উপকারী।

কলার শুধু শাঁস নয়। কলার খোসাও দারুণ উপকারি। সোরেসিস, অ্যাকনের মতো ত্বকের সমস্যায় ভাল কাজ করে কলার খোসা। সদ্য ছাড়ানো টাটকা কলার খোসা ত্বকের সোরেসিসের উপর ঘষে নিন। সারা রাত রেখে দিন। সকালে উঠে মুখে ধুয়ে ফেলুন।

Latest Release Cisco 640-875 Demo UP To 50% Off

There is no point Building Cisco Service Provider Next-Generation Networks, Part 1 left. I let him leave more. The car entered the youth apartment in the south of Shuangyushu, a small apartment built by the state to take care of young intellectuals. Cisco 640-875 Demo Every single business is clearly recorded from receipt to printing. He simply wants CCNA SP 640-875 Demo to turn Cisco 640-875 Demo around and avoid it. He naturally thinks of Li Wei, CCNA SP 640-875 who has a 640-875 Demo mind and culture. I feel depressed and dull, I know he is punishing me.

Who knows what Cisco 640-875 Demo the sixteen year old girl who is leaning against the stone wall is thinking The setting sun drips 640-875 Demo from 640-875 Demo the cracks in the leaves. I have been writing, you CCNA SP 640-875 know. Is it Yes, about my life, I and William the first time we Cisco 640-875 Demo Building Cisco Service Provider Next-Generation Networks, Part 1 met, the dinner, Cisco 640-875 Demo the conversation, nothing interesting. Have the courage to watch the video of kkm company. 63. Where are you married In the home of my cousin Henry. There are more than 60,000 yuan.

Li Li has been working again in CCNA SP 640-875 this windy play. I have never seen such Cisco 640-875 Demo a hearty father Xie said the same thing. Cisco 640-875 Demo The things the Cisco 640-875 Demo Soviets ate were Building Cisco Service Provider Next-Generation Networks, Part 1 a 640-875 Demo 640-875 Demo bit odd, and I was not used to it. Run

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ