রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন দক্ষিণ জামশায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

প্রকাশঃ

আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় সমাজের সর্বস্তরের মানুষের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১০ ফেব্রæয়ারি ২০২০ইং তারিখে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন দক্ষিণ জামশায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের সম্মানিত সদস্য এবং প্রাক্তন চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)-সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ধারাবাহিকভাবে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দিবে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সেইভাবেই কাজ করছে। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তাছাড়া তিনি আরো বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আন্তরিক সেবা, স্বচ্ছতা ও পরিপালন সংস্কৃতির মডেল। সঞ্চয় ও বিনিয়োগে সহায়তার মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জনে এজেন্ট ব্যাংকিং সেবা সর্বোচ্চ সহযোগিতা করবে বলে তিনি বিশ্বাস করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ