হবিগঞ্জ জেলার বানিজ্যিক ব্যাংক সমূহের কর্মকর্তাদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর লিড ব্যাংক প্রোগ্রামের আওতায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৬ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়।
বিএফআইইউ এর প্রধান (ভারপ্রাপ্ত) এ কে এম এহসান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।
হবিগঞ্জ জেলায় কার্যরত ৩৪টি বানিজ্যিক ব্যাংকসমূহের মোট ৭৫ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। বিএফআইইউ-এর যুগ্ন পরিচালক, মোঃ ইমানুর রহমান, উপ-পরিচালক এবং মোঃ দেলোয়ার হোসেন দিনব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় এমটিবি এএমএল এন্ড সিএফটি বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।