শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মানিলন্ডারিং প্রতিরোধ ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনা বাড়াতে মেঘনা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন-২০২৩

প্রকাশঃ

ব্যাংকিংখাতে মানি লন্ডারিং প্রতিরোধ জোরদার ও জঙ্গি অর্থায়ন বন্ধে সচেতনা বাড়াতে মেঘনা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে “এএমএল রিজিওনাল কনফারেন্স-২০২৩” শীর্ষক সম্মেলন সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায়, মেঘনা ব্যাংকের ক্যামেলকো ও হেড অব অপারেশন্স জনাব খালেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “রিস্ক বেইজড অ্যাপ্রোচ” প্রয়োগ করে, ব্যবসার সাথে কমপ্লায়েন্সের ভারসাম্য বজায় রেখে, ব্যাংকে কার্যকর কমপ্ল্যায়ান্স কালচার তৈরী করাই আমাদের মূল লক্ষ্য।

আঞ্চলিক এই সম্মেলনে এন্টি মানিলন্ডারিং বিভাগের মোঃ আবদুল্লা আল মামুন (ক্যামস, সিইএএফ), মোঃ নিজাম উদ্দিন পারভেজ (সিইএএফ) সহ বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার শাখাব্যবস্থাপক, ব্যামেলকো, অপারেশন ম্যানেজারসহ শাখার কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য ডিভিশনের আঞ্চলিক কর্মকর্তারাও অংশ নেন। ব্যাংক ম্যানেজমেন্ট বিশ্বাস করে যে শাখার কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা, ব্যাংকে একটি কার্যকর এএমএল এবং সিএফটি কমপ্লায়েন্স কাঠামো তৈরি করতে সাহায্য করবে যা দেশের এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ