রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর নর্থ বেঙ্গল রিজিওনের ব্যবসায় পর্যালোচনা সভা গতকাল ১৪ অক্টোবর শনিবার রংপুরে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের প্রধান মোঃ মতিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী নর্থ বেঙ্গল রিজিওনের ১৬ টি জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই খাত ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান। মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ২১টি শাখার প্রধান ও ৮টি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ