মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমীর তত্ত্বাবধানে ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ শীর্ষক গবেষণা

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের পৃষ্ঠপোষকতায় গবেষক সাবরিনা আফরিন সিলভী ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ শিরোনামে গবেষণাকর্ম সম্পন্ন করেছেন। সম্প্রতি বাংলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে গবেষক তাঁর অভিসন্দর্ভের সারসংক্ষেপ উপস্থাপন করেন। বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের সদস্য তাপস চন্দ্র পাল, পিএইচডি। স্বাগত বক্তব্যে ড. তাপস চন্দ্র পাল, গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত মোঃ আব্দুল জলিলকে শ্রদ্ধার সাথে স¥রণ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কেন্টাইল ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছে। সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির প্রচার ও বিকাশে মার্কেন্টাইল ব্যাংকের এই অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

একইসাথে মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ড পরিচালনা এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ গবেষক ও গবেষণামূলক কাজ বের করে আনার জন্য তিনি বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান। বাংলা একাডেমীর সচিব মোঃ মোখলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ড. সরকার আমিন, পরিচালক মোবারক হোসেন, পরিচালক ড. মোঃ হাসান কবীর, গবেষণা উপবিভাগের উপপরিচালক, ড. তপন কুমার বাগচী, গবেষণা তত্ত্ববধায়ক কবি রুবী রহমান, কবি ঝর্ণা রহমান, জিএম মিজানুর রহমান, ডা. মুজাহিদুল ইসলাম ও সমীর কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ