মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘ডিনামিকস অফ কমপ্লায়েন্স রিপোর্ট অন রেগুলেটরি অ্যান্ড ইন্টারনাল অডিট’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ১১টি এডি শাখার ৫৫ জন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা মুঃ মাহমুদ আলম চৌধুরী কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণের গুরুত্ব যথাযথভাবে অনুসরণের পাশাপাশি কর্মশালায় আলোচিত বিষয়সমূহ ও কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন্স প্রতিপালনে প্রশিক্ষণার্থীদের প্রতি নির্দেশনা দেন। প্রধান কার্যালয়ের আইসিসিডি অ্যান্ড অডিট ইউনিটের প্রধান ও ইভিপি মোঃ এনায়েত উল্লাহ প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহীন আক্তার।
মার্কেন্টাইল ব্যাংকে অভ্যন্তরীণ নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ট্যাগ
- মার্কেন্টাইল ব্যাংক
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ