মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও পুনর্বাসনের জন্য সর্বমোট ২ কোটি টাকা প্রদান করেছে। তন্মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর নিকট থেকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষে উক্ত চেক গ্রহণ করেন।
মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর ফান্ড থেকে বরাদ্দকৃত অর্থের ত্রাণসামগ্রী বন্যাদুর্গত এলাকায় ব্যাংকের স্থানীয় শাখা ও উপশাখার মাধ্যমে শনিবার থেকে বিতরণ করা হচ্ছে। গত ২২ আগস্ট ২০২৪ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের নির্বাহী কমিটির সভায় বন্যার্তদের জন্য অর্থ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।