শনিবার, ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

মার্চের তুলনায় এপ্রিলে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ

প্রকাশঃ

মার্চের তুলনায় এপ্রিলে ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যু দ্বিগুণ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, মার্চে ৩৩৬ জন থেকে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩- এ। এ সময়ে মৃতের সংখ্যাও হয়েছে দ্বিগুণ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগে থেকে সচেতন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

চলতি সপ্তহে মহাখালীর ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৭ জন। একজন রোগী স্বজন বলেন, জ্বর-বমি-মাথাব্যথা এরপর মুখ দিয়ে রক্ত গিয়েছে। অনেক সিরিয়াস অবস্থা ছিল। এ কারণে হাসপাতালে নিয়ে এসেছি।

জনস্বাস্থ্য বিশষেজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, এখনকার তাপমাত্রা ডেঙ্গু মশার প্রজনন এবং ডেঙ্গুর বিস্তার দুটোর জন্যই অনুকূল পরিবেশ। আমাদের দুই সিটি করপোরেশন যদি উদ্যোগ না নেয়, তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এবার মশা মারতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ