সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মালয়েশিয়ান নারী ক্রিকেট দলকে ৪১ রানে অলআউট করে বড় জয়

প্রকাশঃ

মালয়েশিয়ান নারী ক্রিকেট দলকে মাত্র ৪১ রানে অলআউট করে দিয়ে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে অভিষিক্ত ফারিহা তৃষ্ণার দুর্দান্ত বোলিং নারী এশিয়া কাপে বিশাল জয় এনে দিয়েছে বাংলাদেশকে।

এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ ম্যাচে ২ জয়ে নিগার সুলতানাদের অর্জন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও রানরেটের ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। তারা দ্বিতীয় স্থানে এবং ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই শামীমা সুলতানা (০) আউট হয়ে যাওয়ার পরও অন্য ওপেনার মুর্শিদা খাতুনের ৫৪ বলে ৫৬ রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

যদিও রান তোলার গতি ছিল একেবারেই মন্থর। ফারজানা হক ২৪ বল খেলে করেন মাত্র ১০ রান। তবে, বাংলাদেশ দলকে শেষ মুহূর্তে ঝড়ো ব্যাটিং করে লড়াকু সংগ্রহ এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৪ বল খেলে ৫৩ রান করেন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার হয়ে শাশা আজমি, মাহিরাহ ইজ্জতি ইসমাইল এবং উইনিফ্রেড দুরাইসিঙাম নেন ১টি করে উইকেট। বাংলাদেশের দুই ব্যাটার হলেন রানআউট।

জবাব দিতে নেমে বাংলাদেশের অভিষিক্ত ফাস্ট মিডিয়াম ফারিহা তৃষ্ণার তোপের মুখে পড়ে মালয়েশিয়ান নারীরা। শুধু তাই নয়, দুর্দান্ত এক হ্যাটট্রিকও করে ফেলেন তিনি। ৬ষ্ঠ ওভারে বল করতে এসে মালয়েশিয়ান ওপেনার উইনিফ্রেড দুরাইসিঙামকে ফেরানোর পরপরই সাজঘরের পথ দেখান মাস এলিসা এবং মাহিরাহ ইজ্জতি ইসমাইলকে।

ফারিহা তৃষ্ণার বলে যে ব্যাটিংয়ে কোমর ভেঙে যায় মালয়েশিয়ান ব্যাটিং লাইনের, সেখান থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি তারা। সবচেয়ে বড় কথা, একজন ব্যাটারও দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

সর্বোচ্চ ৯ রান করে এসেছে দুই ব্যাটারের ব্যাট থেকে। এলসা হান্টার এবং নুর আরিয়ানা নাতসিয়ার ব্যাট থেকে। রানের খাতাই খুলতে পারেননি ৫জন ব্যাটার।

ফারিহা তৃষ্ণা ছাড়াও ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং রুমানা আহমেদ নেন ২টি করে উইকেট। সালমা খাতুন নেন ১ উইকেট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ