সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মালয়েশিয়ায় এনবিএল কিউপে অ্যাপের যাত্রা শুরু

প্রকাশঃ

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো সহজ করতে যাত্রা শুরু হলো এনবিএল কিউপে অ্যাপ। ১৪ মে রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালামপুরের স্বনামধন্য স্থানীয় একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এনবিএল কিউপে অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এনবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার পরিচালক মো. মেহমুদ হোসেন। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ এবং মালয়েশিয়া এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হায়দার মর্তুজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেবল মালয়েশিয়ার জন্য অ্যাপটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে কোন ব্যাংকে যে কোন সময়ে বৈধ ভাবে সহজে ও আকর্ষণীয় রেটে রেমিটেন্স পাঠানো যাবে। এছাড়া মালয়েশিয়ান মুদ্রার বিনিময় হারেও গ্রাহক লাভবান হবেন। কেবল মালয়েশিয়ায় বসবাসকারীগণ অ্যাপটি অ্যানন্ড্রয়েট ও আইওএস প্লাটফর্ম থেকে বিনামূূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ