মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে মো. গোলাম সারোয়ারকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিসিএস ১০ম ব্যাচের (পররাষ্ট্রবিষয়ক) কর্মকর্তা পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তার কূটনীতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে একযোগে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মহা-পরিচালকসহ (দক্ষিণ পূর্ব এশিয়া) বিভিন্ন পদে সক্ষমতা নিয়ে কাজ করেছেন।