মাস্ক ব্যবহার না করে বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার মিরপুর এলাকায় ১২ জনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দারুস সালাম রোড এলাকায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১২ জনকে জরিমানা করা হয়। এ ছাড়া ২ হাজার দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়। করোনাকালীন জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র্যাব-৪-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।