সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মাস্ক ব্যবহার না করায় ১২ জনকে জরিমানা

প্রকাশঃ

মাস্ক ব্যবহার না করে বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার মিরপুর এলাকায় ১২ জনকে জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দারুস সালাম রোড এলাকায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১২ জনকে জরিমানা করা হয়। এ ছাড়া ২ হাজার দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়। করোনাকালীন জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র্যাব-৪-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ