বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিএম ও বামেলকো সম্মেলন ২০২৪

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ সবার অবগতির জন্য প্রতি বছরের ন্যায় এবছরও গত নভেম্বর ২৩, ২০২৪ তারিখে ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে। সম্মেলনে শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ১২০ জন স্বশরীরে ও ২৫০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান (ভারপ্রাপ্ত), এ কে এম এহসান। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোক্তার হোসেন ও যুগ্ম পরিচালক, দিলীপ চন্দ্র দাস এই অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি (সিসিসি)-এর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ