সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সৈয়দ রফিকুল হক-এর পদোন্নতি

প্রকাশঃ

সৈয়দ রফিকুল হক সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। অক্টোবর ২১, ২০১৩ সালে এমটিবিতে যোগদানের পর থেকে সৈয়দ রফিকুল হক ব্যাংকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ১৯৯৮ সালে ইষ্টার্ণ ব্যাংক-এ যোগদান করেন।

হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রী লাভ করার পর ব্যবসায় প্রশাসন ইন্স্টিটিউট (আইবিএ, ঢাবি) থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন এবং ১৯৪৮ সালে আইএফআইসি ব্যাংক লিঃ-এ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। সে সময় হক বিভিন্ন ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং শাখা ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ইন্ড্রাষ্ট্রিতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার হিসেবে পরিচিত হক জার্মানীর ফ্র্যাংকফূর্ট-এ কমার্জব্যাংক এবং ইতালির মিলানে ইউনিক্রেডিট ব্যাংকসহ বিভিন্ন দেশী-বিদেশী ব্যাংক থেকে প্রশিক্ষণ লাভ করেছেন। হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মাজহারুল হক এবং বেগম হালিমা হকের জ্যেষ্ঠ পুত্র।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ