বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর সোনারগাঁও শাখা স্থানান্তর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি তাদের সোনারগাঁও শাখা, নারায়নগঞ্জের সোনারগাঁও-এর অর্ন্তগত মোগড়াপাড়ায় অবস্থিত হাজী জালাল টাওয়ার, থানা রোডে স্থানান্তরিত করেছে। নারায়নগঞ্জের সোনারগাঁও-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানও এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও এই অনুষ্ঠানে সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, আব্দুল মান্নান, ডিভিশনাল হেড, এমটিবি ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-১, মোঃ আনিসুর রহমান, রিজিওনাল হেড, ঢাকা আউটার রিজিওন, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট ও জি.এম. সরোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক, সোনারগাঁও, এমটিবি এবং আশরাফুজ্জামান, অধ্যক্ষ, সোনারগাঁও ডিগ্রী কলেজ, কামরুল হাসান, ল্যান্ড লর্ড, হাজী জালাল টাওয়ার, মনিরুজ্জামান মনির, সোনারগাঁও করেসপন্ডেন্স, দৈনিক প্রথম আলো সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ